
রাজধানীতে ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ ঠেকাতে প্রয়োজন হলে হামলাকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে বেতার বার্তায় ডিএমপির মাঠপর্যায় নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন কমিশনার।
এদিন রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানতে চাইলে ডিএমপি কমিশনার বিষয়টি নিশ্চিত করেন।
কমিশনার বলেন, “আমি জীবন ও সম্পত্তি রক্ষার কথা বলেছি। যারা মানুষ বা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করবেন, যানবাহনে আগুন দেবেন—আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশ দিলে তা নিয়ে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে রবিবার থেকে দুদিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে শনিবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।